রাখালবুরুজইউনিয়ন একটি নদী বেষ্ঠিত ইউনিয়ন। এক সময়ে অত্র ইউনিয়নে অসংখ্য খাল বিল বা জান ছিল। অত্র ইউনিয়নে রাখালী নামে মাঠ ছিল। স্থানীয় লোকজন জযাতায়াত করত এক সময় গরু চড়াতো এবং সেইহেতু অত্র ইউপির নাম “রাখালবুরুজ“ হয়েছে বলে জানা যায়।
কাটাখালী নদীর তীরে গড়ে ওঠা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বড়দহ ব্রীজ হয়ে রাখালবুরুজ ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত রাখালবুরুজ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।তাছাড়াও রাখালবুরুজ বন্দর এক সময় উত্তর বঙ্গের ২য় বৃহত্তম নদী বন্দর হিসাবে সারা দেশে পরিচিত ছিল।
এখন বিভিন্ন প্রতিকূলতার জন্য সে রকম ২য় বৃহত্তম নদী বন্দর কথাটি আর শোনা যায়না তবে এখন লক্ষীপুর হইতে গোবিন্দগঞ্জ এবং নাকাই হইতে গাইবান্ধা সড়ক পাকা হওয়ায় সড়ক পথে মালামাল যাতায়াত করে আসছে।
ইউনিয়নেরসীমানা/ ভৌগলিকঅবস্থানঃ
পূর্বে-মোল্লারচর ইউনিয়ন, পশ্চিমে- গিদারী ও মালিবাড়ী, উত্তরে- কাপাসিয়া, দক্ষিনে- গিদারী ইউনিয়ন পরিষদ। গাইবান্ধা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্বে রাখালবুরুজ ইউনিয়ন অবস্থিত।
দায়িত্বরত চেয়ারম্যান |
: |
জনাব মোঃ হাসানুর রহমান চৌধুরী |
ইউনিয়নের নাম ও ঠিকানা |
: |
১০নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। |
আয়তন |
: |
২৭.৯ (বর্গ কিঃ মিঃ) |
জনসংখ্যা |
|
৪১,৮৭০ জন ( সালের আদম শুমারি অনুযায়ী) |
গ্রামের সংখ্যা |
: |
১১ টি |
মৌজার সংখ্যা |
: |
১২ টি |
হাট/বাজার সংখ্যা |
: |
১ টি |
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম |
: |
সিএনজি, রিক্সা, বাস, অটো রিক্সা, পিক-আপ ভ্যান |
শিক্ষার হার |
: |
৭০% (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী) |
প্রাথমিক বিদ্যালয় |
: |
সরকারি- ২৬টি |
মাধ্যমিক উচ্চ বিদ্যালয় |
: |
৩ টি |
বালিকা উচ্চ বিদ্যালয় |
: |
৩ টি |
মাদ্রাসা |
: |
৩ টি |
ঐতিহাসিক/পর্যটন স্থান |
: |
|
ইউপি ভবন স্থাপন কাল |
: |
|
নব গঠিত পরিষদের বিবরণ |
: |
১) শপথ গ্রহণের তারিখ –০৯/০২/২০২৩ইং ২) প্রথম সভার তারিখ –১১/০২/২০২৩ ইং ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –১২/১২/২০২৭ইং |
ইউনিয়ন পরিষদ জনবল |
: |
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন। ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ ১০ জন। |
ইউনিয়নের হাসপাতাল সংখ্যা |
: |
(ক) ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র- ১ টি ( খ) স্বাস্থ্য কেন্দ্র- (গ) কমিউনিটি ক্লিনিক- ৪ টি |
কার্যরত এনজিও এর সংখ্যা |
: |
০৭টি |
রাস্তা (কি.মি) |
: |
১৭ কি.মি (প্রায়) |
মোট কাচাঁ রাস্তার দৈর্ঘ্য |
: |
কাচারাস্তা: ১৫কি.মি |
মোট পাকা রাস্তার দৈর্ঘ্য |
: |
পাকারাস্তা: ২ কি.মি |
নদ-নদী |
: |
১৫কিলোমিটার, তিস্তা ৫ কিলোমিটার, বক্ষ্রপুত্র নদী ১০ কিলোমিটার |
ইউনিয়নের বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদীঃ | ধান, পাট, গম,, সরিষা ভুট্টা, চিনা, কাউন, বাদাম, মিষ্টি কৃমড়া, তিল, তিশী ও মৌসুমী রবি শষ্য। | |
ইউনিয়নের সেচ ব্যবস্থা | গভীর এবং অগভীর সেচ ব্যবস্থা দুটোই আছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস